অবশেষে পৃথা আর অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের ডিভোর্সের খবর সত্যিই। সত্যি সত্যিই দ্বিতীয় বিয়ে ভেঙেছে স্বীকার করে নিলেন অভিনেতা।
প্রথমে অভিনেতার স্ত্রী পৃথা সোশ্যাল মিডিয়ায় সেই খবর ঘোষণা করেন। তবে পরে ভিডিও বার্তা দিয়ে অভিনেতা জানান তার স্ত্রী পুরোটাই রসিকতা করেছেন। সকলের সঙ্গে প্রাঙ্ক করতেই এটা করেছেন। সুদীপের ঘোষণার পর পৃথাও সেই পোস্ট ডিলিট করে নেন। সবকিছু স্বাভাবিক ভাবেই চলছিল। কিন্তু আচমকাই লিক হয়ে যায় সুদীপ আর পৃথা ডিভোর্স পেপার।
সমাজ মাধ্যমের পাতায় সেই পেপারের ছবি ভাইরাল। বাধ্য হয়েই স্ত্রী সঙ্গে ডিভোর্সের বিষয় স্বীকার করেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদীপ মুখোপাধ্যায় লেখেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমি আর পৃথা আলাদা হয়ে গিয়েছি। তবে বিয়য়টি অত্যন্ত ব্যক্তিগত। আসলে আমি চাইনি সোশ্যাল মিডিয়ায় সবটা এ ভাবে জানাতে। তাই রাখঢাক রাখার চেষ্টা করেছিলাম। তবে কেউ কেউ পৃথাকে ভীষণ ভাবে আক্রমণ করছে। যা অত্যন্ত নিন্দনীয়। ও আমার সন্তানদের মা। আমরা একে অপরকে সম্মান করি। আমাদের মধ্যে বন্ধুত্ব থাকবে। বাকিটা ব্যক্তিগতই রাখতে চাই।’