এক সময়ে এক চেটিয়া বাংলা সিনেমাতে কমেডি চরিত্রের পাঠ করে দর্শকের মন জিতে এসেছেন অভিনেতা শুভাশিস চ্যাটার্জী। ইদানীং নতুন মুখের ভিড়ে অভিনেতাকে সেভাবে আর পর্দায় দেখা যায় না বললেই চলে। তবে সম্প্রতি জিৎ এবং প্রসেনজিৎ অভিনীত খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস।
সম্প্রতি এক ইন্টারভিউতে নিজের ছোটবেলা থেকে শুরু করে অভিনয় জগতে আসা সবকিছু নিয়েই খোলামেলা আড্ডা দিতে দেখা গেল শুভাশিস চ্যাটার্জীকে। অভিনেতার কথায়, উত্তর কলকাতার দর্জিপাড়ায় তার বাড়ি। ছোটবেলা থেকেই সিনেমা-থিয়েটার দেখে বড় হওয়ায় অভিনয়ের প্রতি ঝোঁক জন্মায়। পরবর্তীতে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন তিনি।
অভিনয় ছাড়াও ফুটবল খেলাতেও বেশ পারদর্শী ছিলেন। তবে খেলার মাঠ থেকে অভিনয়ের মাঠের যাত্রার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল অভিনেতার? শুভাশিসের কথায়, ‘যতটুকু যা ইন্ডাস্ট্রি থেকে পেয়েছে তা নিয়ে কোনো ক্ষোভ নেই। এতদিন ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছি তাই কাজ পেতে খুব একটা অসুবিধা হয়নি। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিটা সহকর্মী থেকে শুরু করে টেকনিশিয়ান এমন কি সাংবাদিক বন্ধুদেরও।’
অভিনেতার কেরিয়ারে দীর্ঘদিন ধরে কমেডির চরিত্রে কাজ করেছেন। কখনও বাড়ির চাকরের চরিত্রে তো কখনও কমেডিয়ান হিসাবে। তবে তা নিয়ে বিশেষ কোন মন্তব্য নেই অভিনেতার।
সূত্রঃ https: // tollytales. com /