মনে পড়ে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের গদাই ঠাকুর’কে? ছোটপর্দা থেকে কোথায় হারিয়ে গেলেন অভিনেতা সৌরভ সাহা?

অভিনেতা সৌরভ সাহা

মনে পড়ে জি-বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের গদাই ঠাকুর’কে? ধারাবাহিকে রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সৌরভ সাহা। রামকৃষ্ণ দেবের অভিনয় করা মুখের কথা নয় কিন্তু পর্দায় এই চরিত্রটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন সৌরভ।

ধারাবাহিক শেষ হলেও পর্দার গদাই ঠাকুরের নিখুঁত অভিনয় দর্শকের মনে আজও গাঁথা। বলাই বাহুল্য তিনি একজন বড় মাপের অভিনেতা। একাধিক ধারাবাহিকে বেশিরভাগ সময় তাকে আধ্যাত্মিক বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

রানী রাসমণি ধারাবাহিক ছাড়াও ইটিভি বাংলা সাধক বামাক্ষ্যাপাতে বামাক্ষ্যাপা অভিনয় করে যশ খ্যাতি লাভ করেছিলেন। একসময় নিম ফুলের মধুতে অভিনয় করেছিলেন। ইসমার্ট জোড়ি শোতেও দেখা মিলেছিল তার। খুব সম্ভবত তাকে শেষ বঁধুয়া ধারাবাহিকে নায়কের দাদার চরিত্রে দেখা গিয়েছিল।

এরপর আর ছোটপর্দায় দেখা যায়নি সৌরভকে। এত জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও কোথায় হারিয়ে গেলেন অভিনেতা? কোনও নতুন ধারাবাহিকে তার ফেরার খবরও শোনা যাচ্ছে না। তাহলে কি ছোটপর্দা থেকে নিজেকে দূরে রেখেছেন? নাকি কিছুদিন বিদায় জানিয়েছেন অভিনয় জগতকে?