করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৬ দিনের মাথায় মারা গেলেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের বাবা পান্নালাল বন্দ্যোপাধ্যায়। কোনও শারীরিক সমস্যা ছিল না সৌরভের বাবার। সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। টিকা নেওয়ার পরই অসুস্থ হয়ে যান তিনি, এমনটাই জানান সৌরভের স্ত্রী অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়।
বাবার মৃত্যু মেনে নিতে পারছেন না অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। তিনি বাবার মৃত্যুর জন্য চিকিৎসককে দায়ী করছেন। সৌরভের স্পষ্ট কথা মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে। তিনি আরও জানান, টিকা প্রত্যেকের নেওয়া উচিত। সেই ব্যাপারে সন্দেহ নেই অভিনেতার কিন্তু চিকিৎসকরা নিজেরাই জানেন না টিকা কখন এবং কীভাবে নেওয়া প্রয়োজন? দাবী সৌরভের।
অভিনেতা জানান প্রথম ডোজ নেওয়ার পর সুস্থই ছিলেন কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ দিনে মাথায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন বাবা। হাসপাতালে নেওয়ার আগেই হৃদস্পন্দন থেমে যায়। তিনি আরও জানান এইভাবে আরও চেনা পরিচিত অনেকেই হারিয়ে গেছেন। টিকা নেওয়ার পর কেন এইভাবে মানুষের মৃত্যু হচ্ছে? কেন এই বিষয়ে খতিয়ে দেখছেন না চিকিৎসকরা? ক্ষোভ অভিনেতার কণ্ঠে। তিনি জানান তিনি আর টিকা নেবেন না এবং মায়ের দ্বিতীয় ডোজ নেবেন কিনা সেই নিয়েও চিন্তিত অভিনেতা।
View this post on Instagram