আচমকাই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন। জগদ্ধাত্রী ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন নায়ক ‘স্বয়ম্ভু’ অর্থাৎ অভিনেতা সৌমদীপ মুখোপাধ্যায়। নায়িকা জগদ্ধাত্রী মানে অঙ্কিতা মল্লিকের সাথে নাকি বনিবনা হচ্ছে না, সেই কারণেই নাকি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌম্যদীপ।
টানা দুবছরের বেশি সময় ধরে সৌম্যদীপ জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকের হাত ধরেই মিলেছে জনপ্রিয়তা। আচমকাই স্বয়ম্ভুর ধারাবাহিক ছাড়ার খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। সত্যি কি তাহলে জগদ্ধাত্রী ধারাবাহিকে আর দেখা যাবে না সৌম্যদীপকে। অবশেষে নিজেই এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা।
আজকাল ডট ইনকে জগদ্ধাত্রীর নায়ক সৌম্যদীপ জানান, ‘আমার সঙ্গে অঙ্কিতার কোনও রাগারাগি নেই। আমরা খুব ভাল বন্ধু। আমি ধারাবাহিক ছাড়ছি না। আমার জায়গায় কোনও নতুন হিরো আসছেন না।