১১ দিনের মেয়ে সহচরী ও স্ত্রী স্বরলিপিকে ছেড়ে পরকীয়ায় অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়! সামনে এলো অভিনেতার জীবনের আসল সত্যি

সৌম্য বন্দ্যোপাধ্যায়

টলিপাড়ার পরিচিত মুখ অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের শুরুটা হয়েছিল অগ্নিপরীক্ষা নামে একটি ধারাবাহিক দিয়ে। আর সেখানে বিপরীতে নায়িকা চরিত্রে থাকা স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম এরপর ২০১৭ সালে বিয়ে। বৈবাহিক জীবন খুব একটা সুখের হয়নি বলেই বিয়েটা টেকেনি তাদের।

সম্প্রতি ফের আরও একবার সৌম্য-স্বরলিপি কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। এবার সৌম্যর বিরুদ্ধে ধেয়ে এসেছে একাধিক অভিযোগ। স্বরলিপির সাথে ডিভোর্সের পর একমাত্র মেয়ে সহচরীকে ১১ দিন বয়সের পর থেকেই নাকি আর দেখতেও যাননি সৌম্য।

স্বরলিপির মুখে এমন অভিযোগ সামনে আসার পর থেকে একাধিক কমেন্টে সৌম্যর বিরুদ্ধে নানা কু-মন্তব্য জানায় অনেকে। একজন জানান, ‘সৌম্য হলো দুর্গাপুরের ছেলে। ওর আসল পদবী ছিল কর। সৌম্য মুম্বাইতে যায় নাচের তালিম নিতে।’

‘সেখানে একজন ডিম্পি নামের মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করে তারপর বিয়ে করে তাদের একটি সন্তানও হয়। তখন ওর স্ট্রাগল চলছে। ডিম্পির কাছ থেকে সমস্ত সহযোগিতা পেয়ে যে মুহূর্তে দাঁড়িয়ে যায়, তৎখনাত স্ত্রী ও দুই বছরের শিশু পুত্র কে ছেড়ে স্বরলিপির হাত ধরে। ওর রক্তটাই দুষিত।’

বর্তমানে স্বরলিপির সঙ্গে ডিভোর্সের পর অভিনেত্রী দেবলীনা দত্ত’র সঙ্গে সম্পর্কে জুড়েছেন অভিনেতা। সাড়ে তিন বছরের বন্ধুত্ব দুজনের। দু’জনেরই বৈবাহিক বিচ্ছেদ হয়েছে বহু বছর হলো।