
জি-বাংলার অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের হাত ধরে পর্দায় আসছে নতুন ধারাবাহিক। আর এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা সোমরাজ মাইতি। বহু বছর পর আবার জি-বাংলার ধারাবাহিকে কাজ করতে চলেছেন অভিনেতা।
জি-বাংলায় তাকে শেষবারের মতো দেখা যায় ‘এই ছেলেটা ভেলভেলেটা’ ধারাবাহিকের। যেই ধারাবাহিকের হাত ধরে তিনি দর্শকমহলে পরিচিতি লাভ করেছিলেন। পর্দায় শেষবারের মতো চিনি ধারাবাহিকে কাজ করেছিলেন অভিনেতা।
চিনি’র পর আবারও নায়ক হয়ে পর্দায় সোমরাজ। জি-বাংলার এই নতুন ধারাবাহিকের গল্পে ফুটে উঠবে দুই জুটির গল্প। অভিনেতা সোমরাজের বিপরীতে দেখা যাবে স্টার জলসার ‘দুই শালিক’ এর নায়িকা অভিনেত্রী নন্দিনী দত্তকে। এছাড়াও গল্পে থাকবে আরও এক নায়ক-নায়িকা। সব ঠিক থাকলে খুব শীঘ্রই প্রোমো শুট হবে।