গত এক বছরে সকলের প্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’ ধারাবাহিক। সম্প্রতি সাফল্যের সঙ্গে একবছর পার করল এই মেগা। আনন্দের মাঝেই ধারাবাহিক ঘিরে খারাপ খবর। আচমকাই ধারাবাহিক থেকে বাদ পড়ল গুরুত্বপুর্ণ চরিত্র।
পরিণীতা ধারাবাহিকে আর দেখা যাবে না দাদুর বড় নাতি মৈনাক বসু কে। রায়ানের খুড়তুতো দাদার চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছেন সোমরূপ দাস। গোটা পরিবার মাতিয়ে রাখত সে। মৈনাক বসুর চরিত্রে আর দেখা যাবে না সোমরূপকে। সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা।
গত সপ্তাহেই নাকি শ্যুটিং শেষ করেছেন সোমরূপ। পর্দায় দাদু আশুতোষ যতই বকুনি দিন না কেন, বাস্তবে সুব্রত গুহ রায়ের সঙ্গে দারুণ বন্ডিং সোমরূপের।
সম্প্রতি সোমরূপের বিদায়ের খবর জানিয়ে ফেসবুকে রায়ানের দাদু ওরফে সুব্রতবাবু লেখেন, ‘আমি আজকাল কাউকে কিছু বললেই প্রায় মহাপুরুষের বানীর মত হয়ে যায়….কিছুদিন আগেই বড় নাতিকে বললাম তোকে আর কেউ আটকাতে পারবে না… সত্যিই পারল না…তোকে খুব মিস করবো রে…আর আমাকে একদিন কফি খাওয়ানোর কথা ছিল…ভুলিস না..’।
অভিনেতা সুব্রত গুহ রায়ের কথায়, কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় মৈনাক কিছুদিন বিরতি নিয়েছে….ওর সিদ্ধান্ত কে আমরা সম্মান করি’। তবে অন্য কোনও প্রোজেক্টের জন্য নয়। একান্ত ব্য়ক্তিগত কারণেই সোমরূপের এই বিরতি।
খবরটি সামনে আসতেই মৈনাকের বিদায়ে মনভার দর্শকদের। তবে এই মুহুর্তে মৈনাক চরিত্রে সোমরূপের বদলে নতুন কোনও মুখ দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি।


