অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, বাংলা ইন্ডাস্ট্রিতে তার নামাটাই যথেষ্ট। শুধু বাংলায় নয়, হিন্দি ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন। তার অভিনয়ের তুলনা না করাই বোধহয় ভালো। তিনি একজন অত্যন্ত গুণী শিল্পী।
তবে এত সাফল্য এত সহজে আসেনি অনেক অপেক্ষা করতে হয় শাশ্বত চট্টোপাধ্যায়কে। এক সাক্ষাৎকারে অভিনেতা নিজের জীবনের কথা তুলে ধরে। অভিনেতা জানান, প্রথমদিকে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে একেবারেই গুরুত্ব পাননি। হিন্দি কাহিনী ছবিতে অভিনয় করার পর থেকেই বাংলার পরিচালকরা তাকে একের পর এক কাজ দেন। যারা একসময় তার কথা ভাবতেনই না।
আমাকে শুনতে হত, ‘বাবা দেখতে ভালো ছিল কিন্তু ছেলে তো একদমই নয়। থিয়েটারে কাজ করার সময় দেড় বছর ঘর মুছতে হয়েছিল। থিয়েটারের জিনিস একাডেমী, রবীন্দ্র সদনে রেখে এসেছি কিন্তু কাজ করিনি। অঞ্জন বাবুর কাছে কৃতজ্ঞ কারণ তিনিই পরপর কাজ দিয়েছিলেন।’
অভিনেতা আরও বলেন, ‘যেকোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই লুকটা ভীষণভাবে ম্যাটার করে। অডিও ভিসুয়্যালের ক্ষেত্রে ভিজুয়ালটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা যত তাড়াতাড়ি অভিনেতা অভিনেত্রীরা মেনে নেবেন তত জীবনে এগিয়ে যাবেন। কারণ সামনাসামনি আমি কেমন দেখতে সেটা তখন ম্যাটার করে না। ক্যামেরায় আমাকে কেমন লাগছে সেটাই গুরুত্বপূর্ণ তখন।’
সুত্রঃ bangla . hindustantimes . com