১৫ বছর পর জীবনে বড় স্বপ্ন পূরণ করলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী

শঙ্কর চক্রবর্তী

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী, ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন দীর্ঘ কয়েকবছর। অভিনয়ের পর এবার আরও একটা স্বপ্ন পূরণ হল অভিনেতার।

দীর্ঘ ১৫ বছর পর নিজের স্বপ্নপূরণ করতে পেরে বেজায় খুশি অভিনেতা। বহু বছর পর গানের জগতে ফিরলেন শঙ্কর চক্রবর্তী। একসময় ‘ক্ষ্যাপা’ ব্যান্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি। এই ব্যান্ডে তার সহশিল্পী হলেন লোকসংগীত শিল্পী অভিজিৎ আচার্য এবং গোপা আচার্য।

এবার ‘ক্ষ্যাপা’র মহিলা ব্যান্ডের জন্যেই গান গাইলেন শঙ্কর। ইতোমধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং আগামী ১৩ জুলাই গানটির চিত্রধারণ করা হবে। অভিনেতার এই প্রত্যাবর্তনের সঙ্গী হলেন অভিজিৎ, যিনি অভিনেতার এতদিনের স্বপ্ন পুরনে তার সাথে ছিলেন।

ছোটবেলায় গানের চর্চা থাকলেও পরবর্তীতে শুটিংয়ে ব্যস্ততায় গানের জন্য সময় দিতে পারেন নি অভিনেতা, তবে ফের গান গাইবেন বলেই প্রতিজ্ঞা করলেন তিনি। অভিনেতার কথায়, ‘গানের জন্যে ভালোবাসা রয়ে গিয়েছে আজও।’