‘অত্যাচার করা হত…যারা অপমান করেছে তারা কখনোই…’, আসল সত্য ফাঁস করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী

অভিনেতা সায়ক চক্রবর্তী

বর্তমানে যারা ব্লগ দেখতে ভালোবাসেন তারা নিশ্চয়ই অভিনেতা সায়ক চক্রবর্তীকে চেনেন। কারণ তিনি এখন বাংলার ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন একজন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে। প্রতিনিয়ত খুঁটিনাটি ব্লগের মাধ্যমে শেয়ার করে থাকেন।

তবে এবার সোশ্যাল মিডিয়ায় এসে কিছু ঘটনা শেয়ার করলেন তার জীবনের এবং স্কুলের কিছু মানুষের উপর ক্ষোভ প্রকাশ করলেন। সায়ক বলেন, তাকে স্কুলের কিছু সহ-পাঠী মেসেজ করেছে যারা তার মোটেই বন্ধু নয়।

অভিনেতা বলেন, ‘আমার স্কুল জীবন খুব কষ্টকর। সোনারপুর বিদ্যাপীঠে পড়াশোনা করলেও সেই সময়টা দুর্বিষহ ছিল। স্কুলের শিক্ষকরা খুব ভালোবাসতেন, কিন্তু সহপাঠীদের আচরণ ছিল ঠিক উল্টো। লাজুক স্বভাবের জন্য তাঁকে প্রায়ই নিশানা করা হতো এবং সহপাঠীদের অত্যাচারে আতঙ্কে কাটত জীবন। প্রতিদিনই আমি প্রথম বেঞ্চে বসার চেষ্টা করতাম কারণ পিছনের সারিতে বসা ছাত্ররা আমাকে অত্যাচার করত।”

সায়কের দাবি, সেই সব মানুষেরা এখন মেসেজ করে নিজেদের বন্ধু বলে দাবি করছেন। তারা যোগাযোগ করার চেষ্টা করছেন। কেউ পাড়ার ফাংশনে অনুষ্ঠানে ডাকছে, তো কেউ আবার বিয়েতে বলছে। অভিনেতা উত্তর দিচ্ছেন না বলে সেই  ছোটবেলার তথাকথিত বন্ধুরাই বলছেন সায়ক এখন সেলিব্রেটি হয়েছে বলে তাদের পাত্তা দিচ্ছে না।

সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার তথাকথিত বন্ধুদের উদ্দেশ্যে সায়ক বলেন ‘তোমরা আমরা কখনোই বন্ধু ছিলে না। যারা একসময় তাঁকে অপমান করেছে তারা কখনই তাঁর বন্ধু হতে পারে না। অভিনেতা অনুরোধ করেন তাকে মেসেজ না করতে কারণ তার তাদের কোনও সম্পর্ক নেই।

সুত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/sayak-chakraborty-tollywood-controversy-35145