অভিনেতা সায়ক চক্রবর্তীর পরিবারে নেমে এলো শোকের ছায়া। কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা। নিজের ফেসবুকে সকলের সঙ্গে ভাগ করে নিলেন খারাপ খবর।
সবসময় হাসির আর মজার পোস্ট করে থাকেন সায়ক। সেখানে সায়কের এরকম আবেগপ্রবণ পোস্ট দেখে মন ভেঙেছে তাঁর অনুরাগীদের। সায়ককে সমবেদনা জানাচ্ছেন নেটিজেনরা। কাকে হারালেন সায়ক?
ফেসবুকে কিছু ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “আমার মোটা দিদি আর নেই RIP…পারিবারিক টানাপোড়েনে ছোটো বেলা থেকে জানতামই না যে মাম্পি দি নামে আমার একটা দিদি আছে, বাবা কাকা জেঠার মধ্যে বন্ডিং টাই ছিলনা,তাই আমাদের দেখাই হয়নি কখনো! দাদু মারা যায় ২০০২ সালে তখন দেখলাম আমার মোটা দিদি কে!”
সায়ক আরও লেখেন, “২০০২-২০২৪ কোনো যোগাযোগ নেই! হঠাৎ একটা কাজে হাবরা যাবো বলে যোগাযোগ করি নিজে থেকে, সবাই মিলে প্রথম ওর বাড়ি যাই….. এমন আন্তরিকতা, ভালোবাসা, আপ্যায়ন আগে কখনো দেখিনি। নিমেষেই মাম্পির স্পেশাল কাতলা মাছ খাইয়ে হাত করে নিলো আমায়, আর শুধু আমায়? গোটা অশোকনগর মোটা মাম্পি কে মন দিয়ে ভালোবাসে! শ্বাস নিলে স স করে শব্দ হতো, বসে বসে ঘুমিয়ে পড়তো,অনেক বার বলেছি ডাক্তার দেখাও, দেখাতেই চাইতো না! টাকা জমাতো, কেনো তা জানিনা।”

