জনপ্রিয় ইউটিউবার হওয়ায় ভালো সিরিয়ালের সুযোগ মিলছিল না! অবশেষে নতুন কাজ নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সায়ক চক্রবর্তী

সায়ক চক্রবর্তী

অভিনেতা সায়ক চক্রবর্তী, অভিনয় জীবন নিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও তিনি খ্যাতি পান একজন ইউটিউবার হিসাবে। যেমন রানী রাসমণি, মন ফাগুন, রামপ্রসাদের মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন। তবে একজন ব্লগার হিসাবে ইউটিউব থেকে ফেসবুক সকলের কাছে সায়ক খুব কাছের মানুষ। তার পরিবারের সকলেও খুব জনপ্রিয়।

তবে বেশ কিছুদিন আগে অভিনেতা জানিয়েছিলান ফেসবুকে জনপ্রিয় হওয়ার পর থেকে তিনি নাকি ভালো কাজের অফার পাচ্ছিলেন না। প্রায় এক বছর ধরে ভালো সিরিয়ালের অফার আসছিল না সায়কের কাছে। তবে অবশেষে মিলল সুখবর।

খুব শীঘ্রই নতুন চরিত্রে দেখা যাবে সায়ক চক্রবর্তীকে। লীনা চক্রবর্তীর নতুন ধারাবাইক ‘চিরসখা’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ এবং অভিনেতা সুদীপ চট্টোপাধ্যায়।

নতুন কাজ নিয়ে আইই বাংলাকে সায়ক জানালেন, ‘অনেক কলই পেয়েছিলাম। কিন্তু চরিত্রগুলো খুব এনটা পছন্দ হচ্ছিল না। সেই জন্য ভ্লগিংটাই করছিলাম। কিন্তু তাতে তো আর অভিনয়ের তৃপ্তি নেই। লীনাদি সুযোগ দেওয়ায় আবারও চেনা ছন্দে ফিরতে পারলাম।’