বহুদিন পর ফের নতুন ধারাবাহিকে ফিরছেন ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিক খ্যাত অভিনেতা সৌরভ সাহা

অভিনেতা সৌরভ সাহা

অভিনেতা সৌরভ সাহা, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। যিনি ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে রামকৃষ্ণ দেবের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিলেন। এর মাঝে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা গিয়েছিল, যদিও সেটা সাময়িক সময়ের জন্য।

এবার পুরোপুরি ভাবে বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন অভিনেতা। আবার জি-বাংলার হাত ধরেই পর্দায় কামব্যাক তার। জি-বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘তুই আমার হিরো’। আর এই ধারাবাহিকের প্রোমো দর্শক ইতিমধ্যে দেখে ফেলেছেন।

এই নতুন ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রুবেল দাসকে এবং নায়িকার চরিত্রে থাকবেন অভিনেত্রী মোহনা মাইতি। আর এই সিরিয়ালে এক গুরুত্বপূর্ণ চরিত্রের হাত ধরে ফিরতে চলেছেন সৌরভ।