অভিনেতা সপ্তর্ষি রায়, বাংলা টেলিভিশনের দর্শকের কাছে আজও শৌর্য নামে পরিচিত। একাধিক ধারাবাহিকে ধারাবাহিকে অভিনয় করলেও মিঠিঝোরা ধারাবাহিকে শৌর্য চরিত্রে দারুন জনপ্রিয়তা পান।
মিঠিঝোরা ধারাবাহিকে অনেক আগেই তার পার্ট চুকে গেছে। খুব শীঘ্রই তার নতুন ধারাবাহিক আসছে, যেখানে নায়কের চরিত্রে দেখা যাবে সপ্তর্ষিকে। নিজের যোগ্যতায় তিনি এবার ছোটপর্দার নায়ক। তবে জানেন কি অভিনেতার জীবনে এতটা সাফল্যে খুব সহজে আসেনি। তাকে অনেক ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে।
একসময় সাক্ষাৎকারে সপ্তর্ষি জানিয়েছিলেন তার জীবনের গল্প। তিনি নিজের জীবন দিয়ে উপভোগ করেছেন জীবনে সাফল্যের খিদে বাড়াতে হলে অসফলতাক উপভোগ করতে হবে।
অভিনেতা জানিয়েছিলেন, বর্তমানে তিনি কাজ করছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তবে একটা সময় খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। পরিবার তাকে সাপোর্ট করলেও টাকা পয়সার সমস্যা বাস্তবে পরিণত হয়। এমন সময়ের মধ্যে দিয়ে গেছেন যে আজও চোখে জল চলে আসে। সেইসময় নিজের আপনজনদের থেকে এবং বন্ধুবাধবের থেকে কঠিন কথা শুনতে হয়। যা তিনি স্বপ্নেও ভাবেননি।
নিজের কাছের মানুষদের থেকে আঘাত তাকে আরও স্ট্রং করেছে ভেতর থেকে। আর সেই ব্যর্থতা তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে।