ছোটপর্দার একজন জনপ্রিয় মুখ হলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। যিনি মহাপীঠ তারাপীঠ, রামপ্রসাদের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। নিজের অভিনয় দিয়েই দর্শকের মন জিতেছেন সব্যসাচী।
সব্যসাচী চৌধুরী একটু অন্য ধাঁচের মানুষ। তারকাদের মতো তার জীবন চাকচিক্যময় নয়। খুব সরল ভাবে জীবন যাপন করেন। নেই কোনও সোশ্যাল মিডিয়া একাউন্ট। মূলত ঐন্দ্রিলা শর্মা মারা যাওয়ার পর নিজেকে এসবের থেকে আড়ালেই রেখেছেন।
তবে এবার নতুন যাত্রায় পা রাখলেন সব্যসাচী। এতদিন ওয়েব সিরিজে কাজ করেছেন। এবার কাজ করলেন বড়পর্দায়। ধীমান বর্মনের পরিচালনায় বড়পর্দায় আসছে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। আর এই ছবিতেই একটি বিশেষ চরিত্রে দেখা সব্যসাচীকে। বিপরীতে রয়েছেন লিজা গোস্বামী। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা অর্পণ ঘোষাল।