নতুন অবতারে পর্দায় ফিরছেন রামপ্রসাদ খ্যাত অভিনেতা সব্যসাচী চৌধুরী

অভিনেতা সব্যসাচী চৌধুরী

এতদিন দর্শক তাকে দেখেছেন কখনো সাধক বামাখ্যাপা রুপে আবার কখনো রামপ্রসাদের চরিত্রে। হ্যাঁ, ঠিকই ধরেছেন এখানে অভিনেতা সব্যসাচী চৌধুরীর কথা বলা হয়েছে। তবে এবার একবারে নতুন রুপে দর্শকদের কাছে ধরা দেবেন অভিনেতা।

‘সোনার কেল্লা’র ১৫০ বছর পূর্তিতে পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ। আসছে নতুন গোয়েন্দা সিরিজ। আর এই সিরিজে প্রথমবার গোয়েন্দা চরিত্রে দেখা যেতে চলেছে সব্যসাচীকে।

ইতিমধ্যে সামনে এসেছে সব্যসাচী চৌধুরীর লুক। ফেলুদার আদলে সব্যসাচীর গোয়েন্দা লুক দেখে মুগ্ধ হয়েছে অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। ওটিটি প্ল্যাটফর্মে চলতি বছরের মাঝামাঝি রিলিজ হবে এই সিরিজ।