ছোটপর্দায় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের সাধক বামাক্ষ্যাপাকে আজও ভোলেননি বাংলার দর্শক। বামাক্ষ্যাপা চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। স্টার জলসার পর্দায় তাকে সাধক রামপ্রসাদের ভূমিকাতেও দেখা গিয়েছিল। তবে এবার সিরিয়ালপ্রেমী দর্শকদের জন্য সুখবর! পর্দায় আরও একবার বামাক্ষ্যাপা রুপে ফিরছেন সব্যসাচী।
তবে এবার আর ছোটপর্দায় নয়, বড়পর্দায় বামদেবের বেশে আসছেন সব্যসাচী। এসভিএফ প্রযোজনা সংস্থার তরফে ‘গল্পের পার্বণ ১৪৩২’ অনুষ্ঠানে অফিসিয়ালি ঘোষণা করা হয় ছবি প্রসঙ্গে। ছবির নাম ‘সাধক বামাক্ষ্যাপা’। ছবি পরিচালনায় রয়েছেন সায়ন্তন ঘোষাল।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সেখানে দেখা যাচ্ছে, গাল ভর্তি গোঁফদাড়ি, গলায় রূদ্রাক্ষের মালা পরে দেবী তারার মূর্তির সামনে হোম কুন্ডে যজ্ঞ করছেন সব্যসাচী। আসন্ন ছবিতে সাধক বামদেবের রহস্যময় জীবনকাহিনী, তার আধ্যাত্মিকতার রুপই ফুটে উঠবে।