নতুন সিরিয়ালে মোহনা মাইতির বিপরীতে নায়ক হিসাবে দেখা যেতে পারে এই অভিনেতাকে

অভিনেতা রুবেল দাস

টেলিপাড়ার জোর গুঞ্জন, কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে পর নাকি আবার পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মোহনা মাইতি। জি-বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

যদিও মোহনার দ্বিতীয় ধারাবাহিকে তেমন সাফল্য পায়নি। তাই তার কামব্যাকের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তার অনুরাগীরা। তবে আরও একটি খবর মিলছে যা নিয়ে বেশ উত্তেজিত দর্শক।

অভিনেতা রুবেল দাস

টেলি পাড়ার জোর গুঞ্জন এবার নাকি মোহনার বিপরীতে থাকতে পারেন ছোটপর্দার সৃজন বাবু অর্থাৎ অভিনেতা রুবেল দাস। যদিও এই খবর অফিসিয়ালি ঘোষণা হয়নি। তাই সত্যি যদি মোহনার বিপরীতে নায়ক হিসাবে রুবেল থাকেন তাহলে মন্দ হয় না।