এবার নতুন প্রোজেক্টে ছোটপর্দার দীপু ওরফে অভিনেতা রোহন ভট্টাচার্য। ধারাবাহিক ছাড়াও বড়পর্দাতেও চুটিয়ে কাজ করছেন রোহন। কিছু দিন আগেই ‘ব্রহ্মার্জুন’ ছবিতে অ্যাকশন হিরোর চরিত্রে দেখা গিয়েছে রোহনকে। তবে এবার জানা যাচ্ছে, পরিচালক রাজ চক্রবর্তীর আগামী ছবির নায়ক হতে চলেছেন তিনি। তবে কোন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহনকে?
সূত্রের খবর অনুযায়ী, রাজের আগামী ছবি তৈরি হতে চলেছে ২০২৩ সালে স্বপ্নদ্বীপ কুন্ডুর মর্মান্তিক মৃত্যুর ওপর ভিত্তি করে। অনেকদিন ধরেই নাকি এই ছবিটি ঘিরে আলোচনা চলছিল। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে নতুন ছবি নিয়ে একটি ইঙ্গিত দিয়েছেন পরিচালক।
সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শ্বাশ্বত চট্টোপাধ্যায়। ছবিতে থাকতে পারেন রোহন ভট্টাচার্যও। যদিও এই বিষয় নিয়ে রাজ কিংবা রোহন কেউই কোন কথা জানাননি।
রাজের এই নতুন ছবিতে দেখা গিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম এবং হাওড়া ব্রিজের ছবি। মাঝে জ্বলজ্বল করে লেখা ‘১৫’। খুব সম্ভবত এই তারিখেই হয়তো নতুন কিছু ঘোষণা করতে চলেছেন রাজ।