‘আমায় কেউ ডাকে না’…যথেষ্ট ভালো অভিনয় সত্ত্বেও সিনেমা-ওয়েব সিরিজে ডাক পান না তথাগত, আক্ষেপ অভিনেতার

অভিনেতা তথাগত মুখোপাধ্যায়

ইন্ডাস্ট্রিতে প্রায় অনেক বছরই কাটিয়ে ফেলেছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। ‘ধুলোকণা’ ধারাবাহিকের অংকুর চরিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন অভিনেতা।

এই ধারাবাহিকের পর আর তাকে ছোটপর্দায় দেখা যায়নি। তবে আবার ফিরলেন অভিনেতা। এবার জুটি জোড়া লাগাতে নয় বরং ভাঙতে।

হ্যাঁ, পর্দার ভিলেন হয়ে এই মুহূর্তে স্টার জলসার রোশনাই ধারাবাহিকে এন্ট্রি নিলেন অভিনেতা। আরণ্য ও রোশনাই এর সম্পর্কে ভাঙন ধরাতেই এই ধারাবাহিকে এন্ট্রি হয়েছে তার। যদিও রাকেশের চরিত্রে বেশ ভালোই মানিয়েছে অভিনেতাকে।

সম্প্রতি আজকাল ডট ইন -কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয় ভবিষ্যৎ এ আর কি কি কাজের পরিকল্পনা রয়েছে তার?

সেই প্রসঙ্গে তথাগত জানান, ‘আরও কয়েকটা ধারাবাহিকের কথা হচ্ছে তবে এখনও সেইভাবে কিছু ঠিক হয়নি। ওয়েব সিরিজ বা সিনেমার অফার আমার কাছে আসে না, আমায় কেউ ডাকে না। আজ পর্যন্ত ওয়েব সিরিজে আমার ডেবিউ হয়নি।’

অভিনেতার কথায়, বেশ কয়েকটা খারাপ ছবি বা ওয়েব সিরিজের অফার এসেছিল যেগুলো তার পক্ষে করা সম্ভব ছিল না। তবে তার নিজের কাজের ক্ষেত্রে “গোপনে মদ ছাড়ান” তৈরি হয়ে রয়েছে যা ইতিমধ্যেই মুক্তি পাবে। এমনকি চলতি মাসের মধ্যেই নতুন কাজ সম্পর্কে দারুণ সুখবর দেওয়ার আশ্বাসও দেন তথাগত।