গত কয়েকদিন আগেই শেষ হয়েছে জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। ধারাবাহিকে অনিকেত চরিত্রে অভিনয় করে ভালই খ্যাতি অর্জন করেছিলেন। এর আগে স্টার জলসার গুড্ডি ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
শুধু সিরিয়াল নয়, বড়পর্দা-ওয়েব সিরিজে কাজ করেছেন রণজয়। তবে সাফল্যতা এসেছে বাংলা ধারাবাহিকের হাত ধরেই। তবে শোনা যাচ্ছে, এবার নাকি ধারাবাহিকের অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। তাহলে কি আর মেগা ধারাবাহিকে দেখা মিলবে না রণজয়ের?
‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক শেষ হওয়ার পর রণজয়ের কাছে নতুন ধারাবাহিকের জন্য অফার যায় কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন রণজয়। শোনা যাচ্ছে, এখনি ছোটপর্দায় ফিরতে চাইছেন না অভিনেতা। আপাতত নিজের নতুন মাইক্রো সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রণজয়।

