৮১ বছর বয়সেও নাতির সঙ্গে জমিয়ে নাচলেন অভিনেতা রঞ্জিত মল্লিক, দাদু-নাতনির এই ভিডিও মন জয় করবে আপনারও

অভিনেতা রঞ্জিত মল্লিক

পুজো শেষ। আবার এক অপেক্ষা শুরু। আকাশে বাতাসে বিষাদের সুরের মাঝেও নাচে গানেই হৈ হৈ করেই প্রতিমা বিসার্জন দেন বাঙালিরা। বাদ পড়েনা মল্লিক বাড়ি। প্রতি বছর রঞ্জিত মল্লিকের বাড়ির দুর্গা পুজো আড়ম্বরের সাথে পালন হয়। এবারেও ব্যতিক্রম নয়।

এবছর  রঞ্জিত মল্লিকের বাড়ির বিশেষ অতিথি ছিল কোয়েলের মেয়ে। কোয়েলের মেয়ে প্রথম পুজো। মেয়ের মুখ প্রকাশ্যেও আনেন অভিনেত্রী। নাতি-নাতনি, মেয়ে-জামাইকে নিয়ে আনন্দে মেতেছিলেন রঞ্জিত মল্লিকও।

দশমীর দিন মায়ের বিসার্জনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নাতনি কবিরের সাথে জমিয়ে নাচছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। ৮১ বছর বয়সে অভিনেতাকে এতটা প্রাণবন্ত দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেন। দাদু-নাতনির এই ভিডিও মন জয় করে নিয়েছে সকলের।