নায়ক থেকে সোজা প্রথমবার ভিলেন চরিত্রে অভিনয়! ‘লোকে গালমন্দ করেন’…মুখ খুললেন অভিনেতা রাজদীপ গুপ্ত

অভিনেতা রাজদীপ গুপ্ত

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রাজদীপ গুপ্ত। বর্তমানে তাকে দেখা যাচ্ছে  ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’ ধারাবাহিকের নেগেটিভ চরিত্র। পঞ্চমী ধারাবাহিকের প্রায় এক বছর পর পর্দায় ফিরলেন অভিনেতা। ‘ওগো বধূ’ সুন্দরী ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন রাজদীপ।

একাধিক সিরিয়ালের নায়কের চরিত্রে অভিনয় করেছেন। তবে এই প্রথমবার ভিলেন চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। দেবীপ্রসাদ’ রূপে পৌরাণিক ধারাবাহিকে তার প্রথম কাজ।

এই প্রথম নেগেটিভ চরিত্রে নিয়ে এই সময়ের এক সাক্ষাৎকারে রাজদীপ জানান, ‘খুব অন্যরকম লাগছে। এই ধারাবাহিকে অভিনয়ের ক্ষেত্রে আমায় আসলে একটু বেশিই সচেতন থাকতে হয়। তার কারণ আমরা তো সাধারণত চলতি ভাষায় কথা বলি, কিন্তু এই ধরনের ধারাবাহিকে অভিনয়ের ক্ষেত্রে কিছু উচ্চারণের দিকেও নজর দিতে হয়। একেবারে অন্যরকম স্টাইলে কথা বলছি। এতদিন ধরে টেলিভিশনে আমি হয় ভালো ছেলে, নয়তো বা ভালো বরের ভূমিকায় অভিনয় করেছি। একটু একঘেয়ে হয়ে যাচ্ছিল বিষয়টা। নেগেটিভ চরিত্র পাওয়ায় একটু অন্যরকম লাগছে। তবে যদি সত্যিই আমায় এই চরিত্রের জন্য লোকে গালমন্দ করেন তবে করুক। বা আমি যদি সত্যিই নেগেটিভ চরিত্র ফুটিয়ে তুলতে পারি, তবে মনে করব এটাই আমার অভিনেতা হিসেবে সাফল্য।’