সন্তান হওয়ার পর ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের মাঝপথে বেরিয়ে এসেছিলেন অভিনেতা রাহুল মজুমদার। ধারাবাহিকে শঙ্কর চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। তবুও আচমকাই ধারাবাহিক ছেড়ে দেন তিনি।
এরপর তার ছোটপর্দায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে মোটেই আপাতত বাংলা সিরিয়ালে ফিরছেন না রাহুল বরং দর্শকদের বর চমক দিলেন। বড়পর্দায় পা রাখতে চলেছেন এবার তিনি। হ্যাঁ, এই প্রথম ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় রাহুল।
বৃহস্পতিবার নিজের সোশ্যাল একাউন্টে সেই সুখবর শেয়ার করে নেন। ছবি নাম ‘রেশন কার্ড’। পরিচালনায় রয়েছেন জয়ন্ত উপাধ্যায়। গ্রামের সরল জীবনযাত্রার মধ্যেও যে কত টানাপোড়েন থাকে সেই গল্পই বলবে এই ছবি। মুখ্য চরিত্রে রয়েছেন রাহুল। এছাড়াও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুদীপ মুখোপাধ্যায়কে। ছবিতে এক আইটেম নাচে থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।