চুপিসারে বিয়ে সারলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক, বিয়ের ছবি দেখে অবাক নেটিজেন

রবি সাউ

কাউকে কিছু না জানিয়ে আচমকাই বিয়ে সারলেন বাংলা বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক। বিয়ের ছবি পোস্ট করতেই হতবাক সকলে। চুপিসারে বিয়ে সারলেন অভিনেতা রবি সাউ। যিনি জি-বাংলার ‘রাধা’ সহ একাধিক বাংলা সিরিয়ালের নায়ক রবি সাউ।

তার বিয়ের খবর আগে থেকে কেউ টের পায়নি। ১২ ই মার্চ বিয়ে করেন রবি। হোলির দিন নিজের বিয়ের সুখবর শেয়ার করেন সকলের সঙ্গে। কাকে বিয়ে করলেন রবি সাউ? জানলে অবাক হবেন।

রবি সাউ

অভিনেতা আদৃত রায়ের প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া’র সাথে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা। আদৃতের জন্য সুপ্রিয়াকে কম-বেশি অনেকেই চেনেন। দীর্ঘদিন ধরে আদৃতের সাথে সম্পর্কে ছিলেন সুপ্রিয়া। মিঠাইয়ের সেটে তাকে মাঝেমধ্যে দেখাও যেত। যদিও সেই সম্পর্ক টেকেনি। আদৃতের সাথে ব্রেকআপের পর একজনের সাথে বাগদান সারেন সুপ্রিয়া। তবে দুর্ভাগ্যবশত সেই সম্পর্কও টেকেনি।

অবশেষে অভিনেতা রবি সাউয়ের সাথে সাত পাঁকে বাধা পড়েন সুপ্রিয়া। সুপ্রিয়া পেশায় একজন ব্যবসায়ী। আচমকাই তাদের ছবি দেখে প্রথমে অবাক হলে পরে অভিনেতাকে নতুন জীবনের শুভেচ্ছা জানায়।

 

View this post on Instagram

 

A post shared by Ravi Shaw (@ravishaw13)