অনুরাগের ছোঁয়া অতীত! ফের নায়কের ভাইয়ের চরিত্রে নতুন সিরিয়ালে ফিরছেন অভিনেতা প্রারব্ধী সিংহ

অভিনেতা প্রারব্ধী সিংহ

যারা কম-বেশি বাংলা ধারাবাহিক দেখেন তারা আশাকরি  অভিনেতা প্রারব্ধী সিংহ কে চেনেন। স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে জয় চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ভালোবাসা পেয়ছিলেন। উর্মি আর জয়ের জুটি পর্দায় নায়ক-নায়িকা সূর্য-দীপার মতো ভালোবাসা কুড়িয়েছে।

তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক শেষ। তাই জয়ও অতীত। জয়ের খোলস ছেড়ে এবার নতুন চরিত্রে ফিরতে চলেছেন অভিনেতা প্রারব্ধী সিংহ। যদিও অফিশিয়ালি এখনো কিছু তিনি ঘোষণা করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন আবারও স্টার জলসার হাত ধরে ফিরছেন প্রারব্ধী।

শোনা যাচ্ছে, অভিনেতাকে দেখা যাবে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘এলা ও গোরা’তে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, গাঁটছড়া’র মতোই এখানে তিন ভাই থাকবে।

বর ভাইয়ের চরিত্রে থাকবেন গৌরব আর বাকি দুই ভাইয়ের মধ্যে থাকতে পারেন অনুরাগের ছোঁয়া’র জয় ওরফে  প্রারব্ধী সিংহ। এছাড়াও আরও এক নাম উঠে এসেছে অনুরাগের ছোঁয়া’র ‘কৃষ্ণ’ ওরফে কুশাল ঠাকুরকে দেখা যেতে পারে বলে ধারণা।

সুত্রঃ https://tollygossip . com/entertainment-news/bangla-serial/after-gaatchora-gaurab-and-solanki-reunite-for-star-jalshas-next-mega-centered-around-three-brothers-57366