স্টার জলসার থেকে বিদায় নিয়েছে উড়ান ধারাবাহিকে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রতীক সেন এবং রত্নপ্রিয়া দাস। অল্প সময়ের মধ্যে মহারাজ এবং পূজারানীর জুটি দর্শকের মন জয় করে নিয়েছে।
তবে সূত্রের খবর, উড়ান ধারাবাহিকের পর ফের আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেতা প্রতীক সেন। তবে স্টার জলসায় নয়, জি-বাংলার হাত ধরে ফিরছেন অভিনেতা। প্রথম থেকে স্টার জলসার ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে তবে এবার জি-বাংলার ধারাবাহিকে কাজ করবেন।
প্রতীক সেনের বিপরীতে নায়িকা হিসাবে কাকে দেখা যাবে? শোনা যাচ্ছে খুব পুরনো এক অভিনেত্রীকে দেখা যাবে। তবে নাম এখনো প্রকাশ্যে আসেনি। এখন শুধু অফিশিয়ালি ঘোষণার অপেক্ষা। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে খুব শীঘ্রই প্রোমো আসবে পর্দায়।