মাঝরাতে রাস্তায় প্রেমিকা অস্মিতাকে জন্মদিনে বিশেষ সারপ্রাইজ দিলেন জয় ওরফে প্রারব্ধি সিনহা

অস্মিতা চক্রবর্তী

আজ ছোটপর্দার অভিনেত্রী  অস্মিতা চক্রবর্তীর শুভ জন্মদিন। যিনি ভাগ্যলক্ষ্মী, খেলনা বাড়ি, কোন গোপনে মন ভেসেছে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে বিনোদন জগতে নিজের পরিচয় তৈরি করেছে।

মধ্যরাত থেকেই জন্মদিনের সহকর্মী, ভক্তদের কাছ থেকে মিষ্টি শুভেচ্ছা বার্তা পাচ্ছেন অস্মিতা। তাকে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা ভট্টাচার্যও। তবে মাঝরাতে প্রেমিকের কাছ থেকে পেয়েছেন বিশেষ সারপ্রাইজ। সকলেই হয়তো জানেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের জয় ওরফে অভিনেতা প্রারব্ধি সিনহার সঙ্গে বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন অস্মিতা।

‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের সেট থেকেই প্রেমের সম্পর্কের সূচনা। তবে প্রেম সম্পর্ক কোনওদিনই গোপন রাখেননি এই জুটি। প্রারব্ধি সিনহার শেয়ার করা ভিডিওতে দেখা গেল ঠিক রাত ১২ টার সময় মাঝরাস্তায় গাড়িতে বেলুন কেক সাজিয়ে অস্মিতার জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেতা। বিশেষ সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি অস্মিতাও।

সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার অস্মিতার সাথে ছবি শেয়ার করে প্রারব্ধি লেখেন, “সবচেয়ে সুন্দরী নারীকে জন্মদিনের শুভেচ্ছা।”