স্টার জলসার ধারাবাহিকে এন্ট্রি নিলেন ‘মিঠাই’ খ্যাত স্যান্ডি ওরফে অভিনেতা ওমকার ভট্টাচার্য

অভিনেতা ওমকার ভট্টাচার্য

অভিনেতা ওমকার ভট্টাচার্য, যিনি মিঠাই ধারাবাহিকে স্যান্ডি চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন দর্শকমহলে। পার্শ্বচরিত্রে অভিনয় করেই মন জিতে নিয়েছিলেন দর্শকের। পিংকিজি আর স্যান্ডির জুটি দর্শকমহলে ভালো চর্চিত হয়েছিল।

একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও মিঠাই ধারাবাহিক এনে দিয়েছে রাতারাতি জনপ্রিয়তা। তবে বর্তমানে তাকে খুব বেশি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় না।

আজ থেকে স্টার জলসার ‘তেতুঁলপাতা ‘ ধারাবাহিকে দেখা যাবে ওমকারকে। সানি চরিত্রে অভিনয় করবেন ওমকার। এই চরিত্রে এতদিন দেখা যেত রৌনককে। রৌনক ধারাবাহিক থেকে সরে যাওয়ায় তার পরিবর্তে সেই ভূমিকায় দেখা যাবে ওমকারকে।