অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহার দাম্পত্য জীবনে ফাটল নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। গতকাল একে অপরকে আনফলো করেন নীল-তৃণা। আর তারপরেই জল্পনা শুরু।
এর আগে একাধিকবার তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা গেলেও তারকা দম্পতি অস্বীকার করেছেন। তারা সেই সময় জানান কখনো এরকম কিছু ঘটলে তারা নিজেরাই জানাবে। তবে এবার তাদের একে অপরের আনফলো সেই মন্তব্য আরও উস্কে দিচ্ছে।
অনেকদিন ধরেই তৃণা আর নীলকে একসাথে দেখা যায় না। তাহলে কি সত্যি তাদের সম্পর্ক ঠিক নেই? অধিকাংশের মতে এবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা তো কারো কারো মত এটা পাবলিসিটি হয়তো নতুন প্রোজেক্ট আসছে তাদের।
তবে ধীরে ধীরে তাদের ইনস্টাগ্রামে থাকা একসাথে তোলা ছবিও ডিলিট হতে শুরু করছে। নীল-তৃণার দাম্পত্য যে ঠিক নেই তা স্পষ্ট । ৫ বছরের সুখের সংসার কি ভেঙে যাবে? তৃণা চুপ থাকলেও এবার মুখ খুলতে দেখা গেল নীলকে।
তৃণার সাথে বিচ্ছেদ নিয়ে নীল আজকাল ডট ইনকে জানান, “আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।” এছাড়াও আনন্দ বাজার অনলাইনকে অভিনেতা বলেছেন, এই ব্য়াপারে এখনআমি কোনও মন্তব্য করতে চাই না। তিনি খানিকটা সময় চান।’।

