জল্পনা সত্যি! ইনস্টায় একে অপরকে আনফলো, এবার বিচ্ছেদের পথে নীল-তৃণা

নীল-তৃণা

কথায় আছে, ‘যা রটে তা কিছুটা হলেও বটে’। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহার মধ্যে সম্পর্ক ঠিক নেই। তাদের দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে। যদিও বহুবার এই কথা অস্বীকার করে গেছেন তারকা দম্পতি।

তবে সেটাই কি এবার সত্যি হতে চলেছে? ইনস্টাগ্রামে একে অপরকে হঠাৎ আনফলো দুজনের। এমনকি তাদের সাথে খুব একটা দেখা মেলে না আজকাল। তৃণা আর নীলের একসঙ্গে ছবি সেভাবে সামনে আসে না। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন কি তাহলে সত্যি হল?

এই প্রসঙ্গে তৃণা মুখ না খুলেও হিন্দুস্তান টাইমস বাংলাকে নীল ভট্টাচার্য জানান,  ‘এই ব্য়াপারে এখনআমি কোনও মন্তব্য করতে চাই না। তিনি খানিকটা সময় চান।’। অভিনেতার কথায় ইঙ্গিত মিলছে নীল আর তৃণার মধ্যে সবকিছু ঠিক নেই। তাহলে কি ৫ বছরের দাম্পত্যে এবার ইতি?