বাংলা টেলিভিশনের একজন হাই ভোল্টেজ ড্রামা হল জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে করে বলার অপেক্ষা রাখে না। মাত্র ৬ মাস হয়েছে এই মেগা শুরু হয়েছেন আর দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি। ধারাবাহিকের মূল ম্যাজিক হল আর্য-অপর্ণার জুটি ।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হয়েছে গঙ্গার বক্ষে অপর্ণাকে মনের কথা বলে আর্য সিংহ রায়। তাদের প্রেম প্রস্তাবের দৃশ্য দেখে চোখ ফেরাতে পারেনি কেউই। এমনকি বাংলা সিরিয়ালের এরকম প্রেম প্রস্তাব দৃশ্য আগে কখনো হয়নি।
আর্য-অপর্ণার প্রেম দেখার জন্য ভীষণ উত্তেজিত হয়ে আছেন এই সিরিয়ালের দর্শকের তবে সেই প্রেমে এবার বাঁধা হয়ে দাঁড়াতে চলেছে। আর্য নয়, এবার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে এন্ট্রি নিচ্ছে অপর্ণার নতুন নায়ক।
শোনা যাচ্ছে, অপর্ণার আর আর্যের সম্পর্কের কথা জেনে যাবে অপর্ণার বাবা সতীনাথ বাবু। স্বাভাবিক ভাবে অসুস্থ হয়ে পড়বেন। বাবার অসুস্থতায় ভেঙে পড়বে অপর্ণা। তার বাবাকে বাঁচাতেই গল্পে এন্ট্রি নতুন নায়কে। চরিত্রের নাম “ডাক্তার হিমাদ্রী মিত্র”। যিনি খুব সম্ভবত অপর্ণার প্রেমে পরতে চলেছেন।
আগামীদিনে দেখা যাতে পারে এই ডাক্তারের সাথেই অপর্ণার বিয়ে ঠিক করবেন সতীনাথ বাবু। এবার দেখার বিষয় অপর্ণার বাবার জন্যই দূরে সরে যাবে আর্য? এসভিএফ এই গল্প কীভাবে এগিয়ে নিয়ে যায় সেটাই দেখার।
প্রসঙ্গত, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নতুন নায়ক ডাক্তার হিমাদ্রী চরিত্রে দেখা মিলবে অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। যিনি এর নিম ফুলের মধু সহ একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে কাজ করেছেন। ১/২ দিনের মধ্যেই গল্পে তার এন্ট্রি হতে চলেছে। এমনকি মৃত্যুঞ্জয় শুটিংও শুরু করে দিয়েছে।
আর্য আর অপর্ণার মাঝে এই নতুন চরিত্র ডাক্তার হিমাদ্রীকে মেনে নিতে পারেন কিনা দর্শক সেটাই দেখার। পজেটিভ না নেগেটিভ চরিত্রে দেখা মিলবে এই নতুন চরিত্রের তা জানা যায়নি।