অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ। টিভির পাশাপাশি নিজের জায়গা পাকা করেছেন সিরিজ এবং সিনেমাতেও। ধুলোকণা, ইচ্ছে পুতুল এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন মৈনাক।
তবে এবার ভিলেন চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। না কোনও নতুন ধারাবাহিকে নয়, বরং ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর একটি সিরিজে খল চরিত্রে অভিনয় করবেন। সিরিজের নাম ‘নিশির ডাক’।
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের এই সিরিজ ভৌতিক ঘরানার গল্প বুনবে। পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে এক ভৌতিক গল্প তুলে ধরা হবে। মুখ্য চরিত্রে দেখা যাবে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তকে। সিরিজেই ক্যামিও চরিত্রে অভিনয় করবেন মৈনাক।