শৌর্য অতীত! মিঠিঝোরা ধারাবাহিকে নীলুর নায়ক হয়ে এন্ট্রি নিচ্ছেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা

মিঠিঝোরা

মিঠিঝোরা ধারাবাহিক বাংলা টেলিভিশনের একটি পুরনো মেগা। যা বহুদিন ধরে পর্দায় চলে আসছে। এই ধারাবাহিক নিয়ে একসময় দর্শকের বিরাট মাতামাতি ছিল। তবে সময়ের সাথে সাথে জনপ্রিয়তায় কিছুটা ভাটা পরেছে।

যারা ধারাবাহিক টি দেখেন তারা জানেন, অনেকঅভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় আগেই নীলু’র জীবন থেকে বিদায় নিয়েছে শৌর্য। এদিকে নীলু রাইয়ের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। নিজের জামাইবাবুর সাথে পরকিয়ার নাটক করছে।

তবে শোনা যাচ্ছে, ধারাবাহিকের আগামী দিনে আসতে চলেছে নতুন টুইস্ট। এবার নাকি গল্পে এন্ট্রি হবে নীলুর জীবনসঙ্গী। নীলুর নায়ক হয়ে মিঠিঝোরা ধারাবাহিকে এন্ট্রি নিতে পারেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। যিনি এর আগে ‘কাজল নদীর জলে’, ‘ইচ্ছেপুতুল’ ধারাবাহিকের মতো একাধিক ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন।

অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়

এই প্রথমবার দেবাদৃতা বসুর বিপরীতে জুটি বাঁধতে চলেছেন মৈনাক। অফিশিয়ালি ঘোষণা না হলেও খুব শীঘ্রই মিঠিঝোরা ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন মৈনাক।