নিজের অভিনয় দক্ষতায় খলচরিত্র অথবা পার্শ্বচরিত্র থেকে একেবারে সিরিয়ালের নায়িকা হওয়ার কাহিনী আমরা প্রায়ই শুনে থাকি। সেরকমই একজন অভিনেত্রী হলেন কুয়াশা বিশ্বাস। একাধিক ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করেছেন তিনি।
প্রথম দর্শকের নজর কেড়েছিলেন ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের হাত ধরে। দেবীনা চরিত্রে দর্শকমহলে সাড়া ফেলেছিলেন। সেইসময় দেবিনার গা জ্বালানো সংলাপ শুনে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছে দর্শক। এই ধারাবাহিক ছিল অভিনেত্রীর সাফল্যের টার্নিং পয়েন্ট।
এরপর ‘রামকৃষ্ণ’, ‘কার কাছে কই মনের কথা’ র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন কুয়াশা। তবে আর বাংলা সিরিয়াল নয়। এবার হিন্দি সিরিয়ালে পা রাখলেন অভিনেত্রী। নিজেই সেই সুখবর ভাগ করে নিয়েছেন।
স্টার প্লাসের নতুন ধারাবাহিক ‘পকেট মে আসমান’ -এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই হিন্দি সিরিয়ালে নায়িকা হিসাবে দেখা যাচ্ছে ‘তোমাদের রানী’ ধারাবাহিকের অভিকা মালাকারকে।