বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা কুশল চক্রবর্তী। বড় পর্দা হোক বা ছোটপর্দা সবেতেই তিনি সাবলীল। এই মুহূর্তে আপনারা তাকে ‘সর্বজয়া’ ধারাবাহিকে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করতে দেখতে পারছেন। মাত্র ৬ বছর বয়সেই অভিনয় জগতে আসা।
সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘সোনার কেল্লা’র হাত ধরেই ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা কুশল চক্রবর্তী। এই ছবির হাত ধরেই বাঙালি পেয়েছিল ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আর সেই ছবিতেই জাতিস্মর মুকুলের চরিত্রে অভিনয় করেছিলেন কুশল চক্রবর্তী। মাত্র ৬ বছর বয়সে কুশলের নিখুঁত অভিনয় দেখে কিছুটা অবাক হয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়ও। পরবর্তীকালে মুকুল চরিত্রটি আইকনিক চরিত্র হয়ে ওঠে।
একবার দাদাগিরির মঞ্চে এসে ‘সর্বজয়া’র অভিনেতা জানান, “ছোট থেকে থিয়েটারের প্রতি আগ্রহ ছিল। তার বাবা থিয়েটারের সঙ্গে যুক্ত। বাবার হাত ধরেই সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন কুশল। পরিচালকের সামনে বসেই থিয়েটারের দৃশ্য অভিনয় করে দেখিয়েছিলেন ছয় বছর বয়সী কুশল।
তবে জানলে অবাক হবেন অভিনেতা কুশল চক্রবর্তী ক্লাস ফোর পর্যন্ত স্কুলে পড়াশুনো করেননি। সেই প্রসঙ্গেই tv9bangla এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “বাবা-মা শিক্ষিত ছিল। তাই ক্লাস ফোর পর্যন্ত বাড়িতেই পড়াশুনো করান তারা। এদিকে মাত্র ৬ বছর বয়সে মুকুল চরিত্রে অভিনয় করি। কেউ জিজ্ঞেস করলে বলতে পারতাম না আমি কোন স্কুলে পড়ি। ক্লাস ফোর অবধি স্কুল যায়নি বলে স্কুল ভর্তি করা চাপের ব্যাপার ছিল। সেইসময় সত্যজিৎ রায় ছিলেন ‘পাঠভবন’ স্কুলের গভেনিং সদস্য। তিনি একটি চিঠি লিখে দেন। তারপর আমায় স্কুলে ভর্তি করানো হয়”। ক্লাস ফোর পর্যন্ত স্কুলে না পড়েও যাদবপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অভিনেতা। আজ তিনি বাংলা ঘরে ঘরে জনপ্রিয়।