‘বাধ্য হয়ে অভিনয় থেকে সরে দাঁড়িয়েছিলাম’, মুখ খুললেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়

অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়

অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, তার পরিচয় দেওয়ার জন্য তার নামটাই যথেষ্ট। তার অভিনয় দক্ষতা তার দর্শকদের তাকে স্মরণ করতে বাধ্য করিয়েছে।  ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’, ‘ইচ্ছেপুতুল’, ‘মিঠিঝোরা’, ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে গেছেন।

মিঠিঝোরা ধারাবাহিকের মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন কারণ সেই সময় অভিনেতার অস্ত্রপ্রচার হয়। পরে যদিও দর্শকের অনুরোধে ফিরে আসেন তিনি। ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্রই কাজ করেছেন। ধারাবাহিক থেকে সরে আসা নিয়ে আনন্দ বাজারকে অভিনেতা বলেন, “বাধ্য হয়ে তখন সাময়িক অভিনয় থেকে সরে দাঁড়াই”

একসময় খ্যাতি পেয়েছিলেন সংবাদ সঞ্চালক হিসাবে। একসময় গুঞ্জন ওঠে অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক জড়ান অভিনেতা যার জন্য পর্দার আড়ালে চলে যান অভিনেতা। বহু বছর পর আবারও বড়পর্দায় ফিরছেন তিনি।

এত দিন কোথায় ছিলেন অভিনেতা? সেই প্রশ্নের উত্তর জানাতে এবার মুখ খুললেন তিনি। আনন্দবাজার ডট কম-কে অভিনেতা জানান, “এখানেই ছিলাম। আসলে ছোটপর্দার কাজ অনেক সময়েই অনেকের নজরে আসে না। আমার ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। ”

অভিনেতাকে প্রশ্ন করা হয় যদি কমলিকার সঙ্গে সম্পর্কে, প্রেমে না জড়াতেন! এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কোনও আক্ষেপ তৈরি হয়নি তাঁর মনে? এই প্রশ্নের উত্তরে কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় বলেন, “সে সব মেনে নিয়েই নিজের মতো করে এগিয়ে চলেছি। জীবনে কোনও আফসোস নেই। যা যা করেছি আমি, সদর্প বলব না। তাতে অহঙ্কার আসে। আমার জীবন খোলা খাতা। কোনও দিন কিচ্ছু লুকোইনি। আজও এই নীতি মেনে চলার চেষ্টা করি।”