সুখবর! বাবা হলেন জনপ্রিয় অভিনেতা, ঘরে এলো নতুন সদস্য

অভিনেতা কিঞ্জল নন্দ

টেলি পাড়ায় খুশির খবর, সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করলেন ডাক্তার-অভিনেতা কিঞ্জল নন্দ। অভিনেতার ঘরে এলো দ্বিতীয় সন্তান। বাবা হলেন কিঞ্জল।

২০২৪ সালে প্রথমবার বাবা-মা হয়েছিলেন কিঞ্জল আর তাঁর ডাক্তার স্ত্রী নম্রতা। প্রথম কন্যা সন্তানের পর এবার দ্বিতীয় সন্তানকে আগমন জানালেন তারা। দ্বিতীয়বারো লক্ষ্মীবাড়ে লক্ষ্মী ঘোরে এসেছে। নিজেই সেই খুশির খবর ভাগ করে নিলেন ফেসবুক পেজে।

কিঞ্জল নন্দ নিজের ফেসবুকে পোস্ট করে লেখেন, দ্বিতীয় সন্তান এসেছে। ইশ্বরকে ধন্যবাদ জানাই, সঙ্গে আমার পরিবার ও স্ত্রীকে। তোমাকে অনেক ভালোবাসি নম্রতা (স্ত্রী)।’

প্রসঙ্গত, আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিঞ্জল। এছাড়াও বেঙ্গল স্ক্যাম, বিনয় বাদল দীনেশ, কর্ণসুবর্ণের গুপ্তধনের মতো সিনেমায় কাজ করেছেন।