চুপিসারে বিয়ে করলেন ‘চোখের তারা তুই’ খ্যাত আয়ুস ওরফে অভিনেতা জয় মুখোপাধ্যায়

অভিনেতা জয় মুখোপাধ্যায়

চুপিসারে বিয়ে করলেন ছোটপর্দার আয়ুস ওরফে অভিনেতা জয় মুখোপাধ্যায়। চোখের তারা ধারাবাহিকে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকেও অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার শর্মার বিপরীতে।

আচমকাই তার বিয়ের ছবি সামনে এলো তার ফোটোগ্রাফারের তরফ থেকে। যা দেখে অবাক নেটিজেনরা। সাদা পাঞ্জাবিতে বর বেশে দেখা মিলল জয়ের, অন্যদিকে পাত্রীর পরনে লাল বেনারসি। বেশ ধুমধাম করেই বিয়ে সেরেছেন অভিনেতা।

অভিনেতা জয় মুখোপাধ্যায়

পাত্রী কে? পাত্রী ইন্ডাস্ট্রির কেউ নয়। জয়ের সদ্য বিয়ে করা স্ত্রীর নাম অলিভিয়া ভট্টাচার্য। বারাসাতের মেয়ে অলিভিয়া পেশায় পশ্চিম মেদিনীপুর সদর আদলতের একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট। শোনা যাচ্ছে মায়ের পছন্দ করা পাত্রীর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছেন জয়।