ফের টলিউডে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জি। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৬২। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে।
জানা যাচ্ছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা জন্য ১৫ আগস্ট অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা অবনতির কারণে গত ১৭ ই আগস্ট তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।
অভিনেতার সহকারী ছোটু সংবাদমাধ্যমকে জানিয়েছেন দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। মরদেহ আপাতত রয়েছে হাসপাতালে। আজই শেষকৃত্য সম্পন্ন হবে। বর্তমানে অভিনেতার পরিবারে রয়েছে তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা।
হীরক জয়ন্তী, জীবন মরণ, অভাগিনী, মিলন তিথি, সিঁথির সিঁদুরের মতো ছবি আজীবনের জন্য দর্শকদের উপহার দিয়ে গেলেন তিনি।