বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। টেলিভিশনের পর্দায় পা রেখে কেরিয়ার শুরু করেছিলেন যিশু। ‘চৈতন্য মহাপ্রভু’ ধারাবাহিকটি এনে দেয় বিপুল জনপ্রিয়তা। একেরপর এক হিট বাংলা ছবি থেকে শুরু করে বলিউডেও নিজের পরিচিতি গড়েছেন অভিনেতা। সম্প্রতি ‘খাদান’ ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে।
বড়পর্দার পর আবারও ছোটপর্দায় ফিরছেন যিশু সেনগুপ্ত। তবে এবার কোন ধারাবাহিক নয়, রিয়্যালিটি শোয়ের হাত ধরেই জি-বাংলার পর্দায় কামব্যাক করছেন যিশু। ‘সারেগামাপা’র পর জি-বাংলার পর্দায় আবারও আসছে ‘ডান্স বাংলা ডান্স’।
সেখানেই বিচারকের আসনে দেখা যাবে যিশুকে, সাথে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। জানা যাচ্ছে, ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এই অনুষ্ঠানের শুটিং। মার্চ থেকে প্রতি শনি-রবিবার রাত সাড়ে ন’টায় জি বাংলায় সম্প্রচার হবে ‘ডান্স বাংলা ডান্স’।