নায়িকা নেই তো কি হয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে একাই পর্দা কাপাচ্ছে ‘আর্য স্যার’ ওরফে জিতু কমল। গত কয়েক দিন ধরেই ধারাবাহিক ছেড়ে বেড়িয়ে গেছেন গল্পের নায়িকা দিতিপ্রিয়া রায়। আর সেই থেকে গল্প একাই এগিয়ে নিয়ে যাচ্ছে জিতু। নায়িকা না থাকলেও জিতুর অভিনয়ে মুগ্ধ দর্শক।
সম্প্রতি ধারাবাহিকে জিতুর দেখা মিলল আবারও আর্য সিংহ রায় রুপে। পুরনো লুকে জিতুকে দেখে আরও একবার উচ্ছ্বসিত জিতু ভক্তরা। কালকের এপিসোডে জিতুর অভিনয়, এক্সপ্রেশন সবটাই যেন সিনেমার দৃশ্যের মত। হ্যাঁ, এমনটাই মনে করেন দর্শক।
আর্য সিংহ রায় রুপে জিতুর গ্র্যান্ড এন্ট্রি সিনেমার দৃশ্যকে যে হার মানাবে একথা বলার অপেক্ষা রাখে না। জিতুর অভিনয়ের এক্সপ্রেশনের মুগ্ধ হয়ে একজন নেটিজেন লেখেন, ‘তুমি পর্দায় এলেই এক অদ্ভুত রোমাঞ্চ ছড়িয়ে পড়ে। তোমার উপস্থিতি যেন পুরো দৃশ্যকে মুহূর্তেই প্রাণবন্ত করে তোলে, আর তোমার থেকে চোখ সরিয়ে রাখা সত্যিই অসম্ভব।’ অন্য একজন লেখেন, ‘রাজার এন্ট্রি তো রাজার মতোই হলো’।
‘একজন শিল্পী হিসেবে তোমার নিবেদন, আর একজন মানুষ হিসেবে তোমার বিনয় ও কৃতজ্ঞতা প্রকাশ করার ভঙ্গি—সব মিলিয়ে তোমাকে আলাদা করে তোলে। আজকের এপিসোড দেখে সত্যিই আমি বাকরুদ্ধ হয়ে গেছি।’ এমনটাই মন্তব্য জিতু ভক্তদের।


