বর্তমানে ‘টক অফ দ্যা টাউন’ অভিনেতা জিতু কমল। যিনি দর্শকের কাছ সকলের প্রিয় আর্য সিংহ রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য চরিত্রে অভিনয় করে যেন অভিনেতার জনপ্রিয়তা দ্বিগুণ ছাপিয়ে গেছে। যদিও এই প্রথম নয়, জিতুর অভিনীত প্রত্যেকটি ধারাবাহিক পর্দায় জনপ্রিয়তা লাভ করেছে এর আগে।
ধারাবাহিকের নায়িকা-কে যেখানে বেশি মাতামাতি হয় সেখানে এই মেগার আসল ম্যাজিক হল ‘আর্য’ চরিত্রটি। যা জিতু ছাড়া একেবারেই সম্ভব ছিলনা। তার চোখের চাহনি যেন অর্ধেক সংলাপ বলে দেয়।
তবে এবার আরও একটি সুখবর শেয়ার করলেন অভিনেতা। আপনারা জানেন, জিতু শুধু সিরিয়াল নয়, সিনেমাও করেন। কিছুদিন আগে ‘গৃহপ্রবেশ’ সিনেমার হাত ধরে প্রশংসা পান জিতু। তবে এবার নতুন সুখবর এলো অভিনেতার হাত ধরে। নিজেই সেই সুখবর শেয়ার করে নেন অভিনেতা।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলা ছবির শুটিং শুরু করবেন জিতু। ছবির নাম ‘চোর’। একটা চুরির ঘটনাকে কেন্দ্র করে গল্প। তবে এরচেয়ে বেশি কিছু আপাতত সামনে আনা হচ্ছে না। কলকাতা শহরের রাস্তাঘাটেই প্রধানত শুটিং হবে। রাতের পর রাত জুড়ে চলবে শুটিং। ছবিতে থাকছেন অভিনয় জগতের অনেক তারকারাই।
এই ছবির হাত ধরে ৫ বছর পর পরিচালনায় ফিরলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। অগ্নিদেবের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায় এই ছবির প্রযোজক। অ্যাডিশনাল স্ক্রিনপ্লে আর সংলাপ লিখেছেন রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়।


