বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা জিতু কমল

জিতু কমল

নতুন বছর শুরুর আগেই টেলিভিশনের পর্দায় আসছে একের পর এক চমক, সেইসাথে অভিনেতা-অভিনেত্রীরা যেমন এক ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রিতে পারি দিচ্ছেন তেমনই বড়পর্দা থেকে পুনরায় কামব্যাক করছেন ছোটপর্দায়। আর এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা জিতু কমল।

সূত্রের খবর, জি বাংলার নিজস্ব প্রযোজনার আসন্ন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব গিয়েছে জিতুর কাছে। তবে কোন ধরনের গল্পে বা কোন চরিত্রে তাকে দেখা যাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এক অসমবয়সী প্রেমের গল্পে নতুন কোন চরিত্রে দেখা যেতে পারে অভিনেতাকে।

যদিও এই সম্পর্কে কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি জিতু। এখন প্রশ্ন অভিনেতা ছোটপর্দায় ফিরলেও তার বিপরীতে নায়িকা হিসাবে কাকে দেখা যাবে? এই নিয়ে কৌতুহল জেগেছে তার অনুরাগীদের মধ্যে।