‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়ক বদল? নিজেই মুখ খুললেন স্বয়ং অভিনেতা জিতু কমল

চিরদিনই তুমি যে আমার

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছে জি-বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। এই ধারাবাহিকে নায়ক-নায়িকার রিয়েল লাইফের মনোমালিন্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ধারাবাহিক ঘিরে।

গুঞ্জন শোনা যাচ্ছিল নায়ক-নায়িকা বদল হতে পারে। এদিকে দর্শক চাইছেন জিতু কমলকে বাদ দেওয়া হোক। এসবের মাঝেই ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শক আরও দুই দুই চার করে নিয়েছেন। প্রোমোতে দেখা যায় আর্য সিংহ রায়ের গাড়ি এক্সিডেন্ট হয়েছে। অনেকেই মনে করে জিতুকে সরানোর জন্য ধারাবাহিকে এই ট্র্যাক।

সত্যি কি চাই? সত্যি কি ধারাবাহিক ছাড়ছেন অভিনেতা। এবার নিজেই দর্শকের সেই প্রশ্নের উত্তর দিলেন জিতু। নিজের ফেসবুকে একটি পোস্ট করে জিতু লেখেন, “ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা,পালিয়ে যায়।আমি পালানোর মানুষ নই। প্রডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেবো সেই রকম মানুষ আমি নই। **প্রফেশনাল এবং পারসোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি। (আর্টিস্ট এর প্রজেক্ট ছাড়ার একমাত্র কারণ কন্ট্রাক্ট ব্রিজ, সেটাও তো এখনও হয় নি) *** ”চিরদিনই তুমি যে আমার” দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় জি বাংলার পর্দায়।