সিরিয়ালের পর নতুন যাত্রায় অভিনেতা ইন্দ্রনীল মল্লিক

অভিনেতা ইন্দ্রনীল মল্লিক

অভিনেতা ইন্দ্রনীল মল্লিক, বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ অভিনেতা অভিনেতা ইন্দ্রনীল মল্লিক। একাধিক ধারবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। কখনো পজেটিভ তো আবার কখনো নেগেটিভ।

তবে এবার অভিনেতার মুকুটে নতুন পালক। সিরিয়ালের পর টেলি সিরিজে পা রাখতে চলেছেন। একান্নবর্তী পরিবারের পারিবারিক গল্প নিয়ে আসছে সাপ্তাহিক টেলি সিরিজও।

‘হইচই টিভি প্লাস’-এ সম্প্রচার হবে এই সিরিজ। মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। আর এই সিরিজে নেতিবাচক চরিত্রে দেখা মিলবে ইন্দ্রনীলের। নতুন কাজ নিয়ে বেজায় উৎসাহিত অভিনেতা। বর্তমানে সান বাংলার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে অভিনয় করছেন ইন্দ্রনীল।

এছাড়াও এই সাপ্তাহিক টেলি সিরিজে থাকবেন মল্লিকা মজুমদার,  ভাস্বর চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, শুভ্রজিৎ দত্ত, আর্য দাশগুপ্ত প্রমুখ তারকারা।