বহুদিন পর প্রধান সারির চ্যানেলে নায়কের চরিত্রে ফিরছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু

ইন্দ্রজিৎ বসু

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু। টেলি জগতে ১২ বছরের কেরিয়ারে ‘গোয়েন্দা গিন্নি’, ‘আমলকি’, ‘দেবীপক্ষ’, ‘পাণ্ডব গোয়েন্দা’, ‘সাথী’র মতো একাধিক ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তবে এবার স্টার-জলসার নতুন ধারাবাহিকে আবারও ফিরছেন ইন্দ্রজিৎ। সম্প্রতি সামনে এসেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো। আর সেখানেই জলসার বর্তমান জুটিদের পাশাপাশি দেখা মিলল অভিনেতা ইন্দ্রজিৎ বসুর সাথে ছোটপর্দার গুনগুন ওরফে তৃণা সাহাকে।

বোঝাই যাচ্ছে তৃণা সাহার সঙ্গে জুটি বেঁধে ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রজিৎ। প্রোমোতে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ এর বাইকে চেপে এন্ট্রই নিলেন তৃণা। হাতে বাজারের ব্যাগ আর আস্ত একটা মাছ। তাদের এন্ট্রি দেখে অনেকেই মনে করছেন আসন্ন ধারাবাহিকের লুকেই তাদের দেখা গেছে অনুষ্ঠানে। আগামী ১৬ই মার্চ টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে এই অ্যাওয়ার্ড শো।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)