এই মুহূর্তে বেঙ্গলটপার ধারাবাহিক ‘পরশুরাম’। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বসু কে। ইতিমধ্যেই পরশুরাম ছোটপর্দায় হিট। এরপর আবারও ছোটপর্দার নতুন প্রোজেক্টে ফিরতে চলেছেন ইন্দ্রজিৎ।
জানা যাচ্ছে, এবার স্টার জলসার মহালয়ায় শিবের ভূমিকায় দেখা যাবে ‘পরশুরাম’ অর্থাৎ ইন্দ্রজিৎ বসুকে। স্টার জলসার পর্দায় ইতিমধ্যেই আসন্ন ‘মহিষাসুরমর্দিনী’র প্রোমো প্রকাশ্যে এসেছে। যার নাম ‘মাতৃরূপেণ সংস্থিতা’।
অন্যদিকে শেষ কয়েক বছরের মতো এবছরও ‘মহিষাসুরমর্দিনী’ হচ্ছেন কোয়েল মল্লিক। টিভির পর্দায় এবার শিব-পার্বতীর জুটি হিসাবে নতুন চমক আনবে কোয়েল-ইন্দ্রজিৎ। দর্শকের চোখে ‘মহিষাসুরমর্দিনী’ তে কোয়েল মল্লিকের সাথে ইন্দ্রজিৎ এর জুটি কেমন মানাবে এখন সেটাই দেখার বিষয়।