বন্ধের পর ফের চালু হল পুবের ময়না’র শুটিং, আসল সত্য জানালেন স্বয়ং নায়ক গৌরব

গৌরব

বাংলা ধারাবাহিকের ইতিহাসে রেকর্ড ব্রেক করল প্রথম কোনও মেগা ধারাবাহিক। জি-বাংলা পুবের ময়না ধারাবাহিক এই প্রথম ইতিহাস গড়ল। বন্ধ হয়েও আবার ফিরে আসছে এই মেগা।

টিআরপি কম থাকায় ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই পর্দা থেকে বিদায় নিত এই মেগা। তবে আচমকাই খুশির খবর জানায় চ্যানেল। এখনি বন্ধ হবে না ‘পুবের ময়না’। তাই আবার শুটিং চালু করা হচ্ছে নতুন করে। শুটিংয়ে ফিরে বেজায় খুশি নায়ক-নায়িকা।

হিন্দুস্তান টাইমস বাংলাকে গৌরব রায় চৌধুরী জানান, ‘আজ থেকেই শ্যুটিংয়ে ফিরলাম। এটা দর্শকদের ভালোবাসা। এই কারণেই আমাদের ফেরা। আমি তো প্রস্তুতি নিচ্ছিলাম নতুন প্রোজেক্টের। তারপর হঠাৎ করেই শুনলাম এটা শুরু হচ্ছে। ওটিটি-তে এই মেগা দর্শক খুব পছন্দ করেছে, তাই চ্যানেল ঠিক করেছে দর্শকই শেষ কথা। ভীষণ এক্সাইটেড আর হ্যাপি’।